

সম্পাদকীয়
প্রিয় সময়ে ‘আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে দুঃস্থদের খাবার বিতরণ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে; যা’ উৎসাহমূলক উদাহরণ সৃষ্টি করেছে। প্রকাশিত সংবাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি, বরগুনার আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণের যে চিত্র আমাদের সামনে এসেছে, তা’ শুধু একটি সাধারণ দান কর্মসূচি নয়, বরং আজকের যুবসমাজের মধ্যে জাগ্রত মানবিক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

৬ নভেম্বর আমতলী পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সংগঠনের সদস্যরা যখন অসহায় মানুষের হাতে দুপুরের খাবার তুলে দিয়েছেন, তখন প্রমাণিত হয়েছেÑসমাজের প্রতি দায়বদ্ধতা কোনো বয়সের মোহর নয়; বরং হৃদয়ের গভীর থেকে উৎসারিত একটি প্রতিশ্রæতি। স্বপ্নছোঁয়া সংগঠনের নির্বাহী পরিচালক রাফসান রাফি, প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ ও অর্থ সম্পাদক আলামিনের নেতৃত্বে এই কার্যক্রম যেমন স্থানীয় দুঃস্থদের মুখে হাসি ফোটাচ্ছে; তেমনি তরুণ প্রজন্মের কাছে একটি বার্তা দিচ্ছেÑসমাজ বদলাতে বড় বাজেট বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অপেক্ষা করতে হবে না। একটু সদিচ্ছা, একটু উদ্যোগই পারে অন্ধকারে আলো জ্বালাতে। সভাপতি রিয়াজুল ইসলামের কথায়, “সমাজের তরুণরা যদি মানবিক কাজে এগিয়ে আসে, তবে আগামীর বাংলাদেশ হবে আরো সুন্দর ও মানবিক।” এ কথা শুধু উচ্চারণ নয়, এটি একটি আহŸানÑযে আহŸান দেশের প্রতিটি তরুণের কাছে পৌঁছানো উচিত।
আজকের বাংলাদেশে যখন সামাজিক মাধ্যমে সময় কাটানোই যুবসমাজের বড় অংশের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে, তখন স্বপ্নছোঁয়ার মতো সংগঠনগুলো দেখিয়ে দিচ্ছে ভিন্ন পথ। তারা প্রমাণ করছে, স্মার্টফোনের স্ক্রিনের বাইরেও একটা জগত আছেÑযেখানে ক্ষুধার্তের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় ‘লাইক’। এ উদ্যোগ শুধু পেট ভরায় না, ভরায় মনও। এ কার্যক্রম দেখে যারা উৎসাহিত হবে, তারাও যদি একটি করে ইট যোগ করে, তবে গড়ে উঠবে মানবিক বাংলাদেশের দুর্ভেদ্য দেয়াল।
সরকার, বেসরকারি সংস্থা ও সমাজের বিত্তবানদের প্রতি আহŸানÑএমন তরুণ উদ্যোগগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তাদের পাশে দাঁড়ালে দানের পরিধি বাড়বে, পৌঁছাবে আরো দূরদেশে। আর আমাদের প্রতিটি তরুণের কাছে প্রশ্নÑআমরা কি শুধু স্বপ্ন দেখব, নাকি স্বপ্নছোঁয়ার মতো স্বপ্নকে বাস্তবে রূপ দেব? আমতলীর এ ছোট উদ্যোগ আজ দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়–ক। কারণ, মানুষের জন্যে মানুষের পাশে দাঁড়ানোই তো সবচেয়ে বড় ধর্ম, সবচেয়ে বড় রাজনীতি, সবচেয়ে বড় বিপ্লব। স্বপ্নছোঁয়া দেখিয়ে দিয়েছেÑবিপ্লব শুরু হয় এক প্লেট খাবার থেকেই।
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫






