শীতের আগমনী : বিপুল চন্দ্র রায়

প্রবল প্রতাপান্বিত শীতের আগমনী,
অবিরাম অবসাদে মগ্ন ভুবন-জননী।
হিমেল পরশে কাঁপে স্থাবর-জঙ্গম,
সৌম্য কুয়াশা-জাল, নিবিড় নির্গম।

অধিত্যকা জুড়ে ঔদাসীন্যের খেলা,
তুষার-শুভ্র শিশির, উত্তুঙ্গ বেলা।
কৃশকায় বৃক্ষশাখে মন্থর বাতাস,
মৌনব্রত ধরি যেন রহে দিগন্ত-আকাশ।

রুক্ষ প্রকৃতিতে জাaগে মলিন আভা,
তবুও উচ্ছ্বল হয় পৌষালী সভা।
পায়েস-পিঠালি আর গুড়ের ঘ্রাণ,
আত্মহারা উল্লাসে মাতে পল্লী প্রাণ।

শীতবস্ত্রের অভাবে দীনের কাতর রব,
নিরাশ্রয় মানবতা কাঁপে সন্নিকট সব।
জীর্ণ-শীর্ণ দেহে নিয়তির নিদারুণ খেলা,
তৃণশয্যায় কাটে তাদের দুর্ভেদ্য বেলা।

প্রাতঃকালে ধূম্রজালে ঢাকে অরুণ মুখ,
আশৈশব পুলকে মোরা লভি নৈসর্গিক সুখ।
শীতের এই ঐশ্বর্য হোক সাম্যের প্রতীক,
সান্ত্বনা ভরে উঠুক প্রতিটি শীতার্ত পথিক।

রোববার, ০৯ নভেম্বর ২০২৫

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like