

নিউজ ডেস্ক :
চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড খান সড়ক এলাকায় জুয়া খেলায় হেরে পার্টনার রেহান উদ্দিন মিজি (৫৫)কে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার দায়ে মো. খোরশেদ আলম (২৭) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন।
হত্যার শিকার রেহান উদ্দিন মিজি শরীয়তপুর জেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া এলাকার বাসিন্দা। তিনি পরিবারসহ চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড খান সড়কের তামান্না শারমিন ভিলার তৃতীয় তলায় ভাড়া থাকতেন। তিনি পেশায় ছিলেন ড্রেজার ব্যবসায়ী।
দণ্ডপ্রাপ্ত আসামি খোরশেদ আলম পাশের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়নের শেফালীপাড়া জোর ভূঁইয়া বাড়ির মৃত মোস্তফা ভূঁইয়ার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, জুয়া খেলার সূত্রে রেহান উদ্দিন মিজির সঙ্গে খোরশেদ আলমের পরিচয় হয়। তারা কয়েকজন মিলে নিয়মিত জুয়া খেলতেন। ধারাবাহিকভাবে খোরশেদ একাধিকবার রেহানের কাছে হেরে ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর ২০২১ সালের ২৩ জুন দুপুরে রেহানের ভাড়া বাসায় জুয়া খেলতে এসে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে তাকে হত্যা করে।
ঘটনার সময় রেহান উদ্দিনের স্ত্রী পারভীন বেগম পারিবারিক কাজে সখিপুরে নিজ বাড়িতে ছিলেন। দুপুরে স্বামীর সঙ্গে যোগাযোগ না পেয়ে তিনি পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া মরিয়ম বেগমকে দেখতে বলেন। মরিয়ম গিয়ে দেখেন, বাসার দরজা খোলা এবং রেহান উদ্দিন বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে তিনি চিৎকার দিলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ঘটনার দুই দিন পর ২৫ জুন চাঁদপুর সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী পারভীন বেগম। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ আসামি খোরশেদ আলমকে গ্রেপ্তার করে এবং ১ জুলাই আদালতে সোপর্দ করে।
মামলার তদন্ত কর্মকর্তা ও চাঁদপুর সদর মডেল থানার তৎকালীন পুলিশ পরিদর্শক এনামুল হক চৌধুরী তদন্ত শেষে ওই বছরের ১০ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কোহিনুর বেগম জানান, মামলার চলাকালে আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য, প্রমাণ ও আসামির স্বীকারোক্তির ভিত্তিতে বিচারক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
বুধবার, ১২ নভেম্বর ২০২৫










