চাঁদপুরে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

মো. মহিউদ্দিন,  ফরিদগঞ্জ (চাঁদপুর) :

চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে রুহুল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে রুস্তমপুর এলাকায় চা বিক্রির টাকা ছিনতাইয়ের সময় গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রুস্তমপুর সমিতির পোল এলাকায় এ হত্যাকাণ্ড হয়।

নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালি গ্রামের মিজি বাড়ির মাহমুদুল হাসানের ছেলে। তিনি উপজেলা বিভিন্ন দোকানে বেঙ্গল কোম্পানি চা পাতা বিক্রি করতেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো রুহুল আমিন চা বিক্রির টাকা সংগ্রহ করে বাড়ি ফিরে যাচ্ছিলেন। ঘটনার সময় দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এসময় তিনি তাদের পিছু নিয়ে ডাকাত বলে চিৎকার করেন। তার ডাকে আশপাশের দুই একজনকে এগিয়ে আসতে দেখে ডাকাত সদস্যরা রুহুল আমিনকে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

বুধবার, ১২ নভেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy