

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৌর শহরে সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের ঘোষিত আগামী ১৩ অক্টোবরের লকডাউন কর্মসূচি ঘিরে যে কোনো নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের কঠোর অবস্থান দেখা গেছে।

বুধবার (১২/১১/২০২৫) রাণীশংকৈল থানার উদ্যোগে থানা এলাকা জুড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল হক নেতৃত্ব দেন।
তিনি বলেন, “আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য কঠোর নজরদারি চালানো হচ্ছে।”
মহড়ায় থানার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা অংশ নেন এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করা হয়। এছাড়াও, স্থানীয় বাজার, বাসস্ট্যান্ড ও প্রবেশপথগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
ওসি এরশাদুল হক আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে পুলিশ।
উল্লেখ্য, ১৩ অক্টোবর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে, তবে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বুধবার, ১২ নভেম্বর ২০২৫











