

ঠাকুরগাঁও প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় রাজনৈতিক মামলার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে হরিপুরের ২নং আমগাঁও ইউনিয়নের বেলুয়া গ্রামের দুজন এবং ৬নং ভাতুরিয়া ইউনিয়নের একজন রয়েছেন।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে চলমান রাজনৈতিক অস্থিরতার সঙ্গে জড়িত থেকে নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের অভিযোগ রয়েছে। এ ঘটনায় পৃথক রাজনৈতিক মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতারকৃতদের বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তৎপরতা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে।
চাইলে আমি নিউজটিতে গ্রেফতার ব্যক্তিদের নাম, বয়স ও মামলার বিস্তারিত যোগ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন আকারে সাজিয়ে দিতে পারি। আপনি কি সেই তথ্যগুলো যোগ করতে চান?
বুধবার, ১২ নভেম্বর ২০২৫











