রাজশাহীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী জেলার তানোর উপজেলায় র‍্যাব-৫ এর অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য, মোটরসাইকেল, মোবাইলফোন ও একটি টিপচাকু উদ্ধার করা হয়।

র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১০ নভেম্বর ২০২৫) বিকেল ৫টার দিকে তানোর থানাধীন হাটদহ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম ও রুবেল আলীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার উভয়েই তানোর থানার বাসিন্দা।

র‍্যাব জানায়, আসামিদের দেহ তল্লাশী করে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোটরসাইকেল, ৪টি মোবাইল ফোন এবং ১টি টিপচাকু উদ্ধার করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে অবৈধ মাদক ব্যবসায় জড়িত। তারা সীমান্তবর্তী অঞ্চল থেকে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করত।

র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিদ্বয় এলাকায় চিহ্নিত মাদকচক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে রাজশাহীর তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৫ কর্তৃপক্ষ জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ১২ নভেম্বর ২০২৫

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy