এ কেমন স্বাধীনতা!

ক্ষুদীরাম দাস :

এ কেমন স্বাধীনতা!
যদি সুখে নাই বা থাকতে পারি
অথবা ইচ্ছেমতো চলতে না পারি
বাঁচতে না পারি
না পারি হাসতে
না পারি ঘুমাতে!

এ কেমন স্বাধীনতা!
যদি জঙ্গির ভয়ে থাকি সবে
স্বাধীনতার অন্তরালে দুঃখের বসবাস।

এ কেমন স্বাধীনতা!
যদি হয় টিভির প্রথম খবর মৃত্যু!
যদি হয় টিভির প্রথম খবর ধর্ষণ!
যদি হয় টিভির প্রথম খবর খুন!
যদি হয় টিভির প্রথম খবর আত্মহত্যা!
যদি হয় টিভির প্রথম খবর হত্যা!
যদি হয় টিভির প্রথম খবর ডাকাতি!
যদি হয় টিভির প্রথম খবর চুরি!
যদি হয় টিভির প্রথম খবর মারামারি!
যদি হয় টিভির প্রথম খবর দাঙ্গা-হাঙ্গামা!
যদি হয় টিভির প্রথম খবর ঘুষের কারাবারি!
যদি হয় টিভির প্রথম খবর ব্যাংক ডাকাতি!
যদি হয় টিভির প্রথম খবর মায়ের বুক খালি করা মর্মান্তিক কোনো ঘটনা দিয়ে!
যদি হয় টিভির প্রথম খবর দুই পক্ষের বিনিময়!
এ কেমন স্বাধীনতা!
যদি স্বাধীনতা নিয়ে হয় জাতি প্রশ্নবিদ্ধ!
বাংলাদেশ প্রশ্নবিদ্ধ; বাঙালি প্রশ্নবিদ্ধ!
এ কেমন স্বাধীনতা!
ভাবতেই আমরা হই ক্লান্ত!
তাহলে-
এ কেমন স্বাধীনতা!
এ কেমন স্বাধীনতা!
এ কেমন স্বাধীনতা!
এ কেমন স্বাধীনতা!