বৃষ্টির দিন : মিজানুর রহমান মমিন

কবিতা

বৃষ্টির দিন
মিজানুর রহমান (মমিন)

বৃষ্টি এলো বৃষ্টি এলো
শিশুরা সব নায়।
ডাল,খিচুড়ি, জর্দা,পায়েস,
এমন দিনেই খায়।

কেউবা বলে খড়ি বিজলো
কাপড় তোল ঘরে,
ঘরের ভিতর কোণো ব্যাঙ
ঘ্যাঙর ঘ্যাঙ করে।

লঙ্গল কাঁধে কৃষক ভাই
হেঁটে যায় মাঠে,
ঘরের মাজে নতুন বউটি
বিছানা সাজায় ঠাটে।

বাদাম, কালাই, চানাচুর ভাজা,
খাওয়ার পড়ে ধুম;
কেউবা আবার মনের সুখে
বিছানায় দেয় ঘুম।

কেউবা আবার বাখারি চাছে
কেউবা বানায় পিড়ি,
কেউবা আবার পিড়ায় বসে,
তৈরি করে দড়ি।

ফুলদানি আর কাঁথা সেলাই
মেয়েরা এসব করে,
কেউবা আবার পিটছিল জায়গায়
ধুপধাপ করে পড়ে।