নবীগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও বন্যার্তদের আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন গাজী শাহেদ

২নং ইউনিয়ন অফিসের উন্নয়ন দেখে চেয়ারম্যান আশিক মিয়ার প্রসংশায় মুগ্ধ গাজী শাহেদ

দিপু আহমেদ, হবিগঞ্জ প্রতিনিধি :

নবীগঞ্জ উপজেলার ১,২,৩,৪,৫ নং ইউনিয়ন ও বন্যার্তদের আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন(হবিগঞ্জ১)নবীগঞ্জ-বাহুবলের সাংসদ শাহনেওয়াজ মিলাদ গাজী এমপি মহোদয় এর ছোট ভাই জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি গাজী সাহেদ।

এসময় তিনি ৩,৪,৫ নং ইউনিয়নে সরকারি সহযোগিতায় বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করেন এবং ১নং পশ্চিম বড় ভাকৈর বন্যার্তদের আশ্রয় কেন্দ্র এস এন পি উচ্চ বিদ্যালয় আশ্রয়দাতাদের সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।তারপর ২নং পুর্ব বড় ভাকৈর ইউনিয়ন পরিষদ এবং কবরস্থান পরিদর্শন করে তিনি কবরস্থান এর মাটি ভরাট করে দিবেন বলে প্রতিশ্রুতি দেন।

ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে গাজী শাহেদ ইউনিয়ন অফিসের কাজর্কম দেখে খুশি হন বর্তমান সরকারের সহযোগিতায় ইউনিয়ন অফিস মেরামত, দরজা,জানালাসহ আসবাবপত্র আধুনিকায়ন করা হয়েছে মাঠ ভরাট সহ ইউনিয়নের গেইট প্রাচীর নির্মান করা হয়েছে, ইউনিয়নের এই উন্নতি দেখে গাজী শাহেদ বর্তমান চেয়ারম্যান আশিক মিয়ার প্রসংশা করেন এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়সল তালুকদার ইউনিয়নের সৌন্দর্য মুগ্ধ হয়ে বলেন নবীগঞ্জে আমার দেখা সেরা ইউনিয়ন অফিস হচ্ছে ২নং(পূর্ব) বড় ভাকৈর ইউনিয়ন। এটা এই অঞ্চলের মানুষের জন্য বর্তমান সরকারের উন্নয়নের উদাহরণ বলে মনে করি।

এসময় উপস্থিত ছিলেন ২নং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আশিক মিয়া,৮নং ওয়ার্ডের জনপ্রতিনিধি ছমছু মিয়া,দিপন ধর, শংকর পাল, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়ছল তালুকদার,যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর ইসলাম রুবেল,২নং ইউপি ছাত্রলীগের সভাপতি সাঈদ আজমল,২নং ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, ৪নং ইউপি ছাত্রলীগের আহবায়ক র্ডাজন খাঁন,৫নং ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক পাপলু আহমেদ হৃদয়,২ নং ইউপি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজ, সাংঠনিক সম্পাদক সাপান,সালমান,রাজিব, সৈয়দ, তানহা প্রমুখ