

ক্ষুদীরাম দাস
অভিজ্ঞতা বাড়ছেই
কমছে নাতো,
উন্নয়নের চাকা তবুও
ঘুরছে না তো।

তবুও মোরা অণুক্ষণ শিখছি তো শিখছি
এইতো কথা দিচ্ছি, এই তো কথা ভাঙছি।
এটা হয়তো বেঁচে থাকার কায়দা,
তাই বুঝি না কোনটা কালো, কোনটা সাদা।
কখনো দখিনা জানালাতে চোখ রেখে,
কখনো বা ভোর বেলা আকাশটাকে দেখে,
তোমার রূপকে অনুভব করি,
আর তোমায় হৃদমাঝারে রেখে অনুভব করি,
দু’জনের ফোনের প্রেমালাপ চলতো,
তবুও অবশেষে প্রেমটাতো টিকলো না,
যেমন পাপড়িগুলো শুকিয়ে যায়,
আমিও তেমনি শুকাই,
মাঝরাতে বিশ টাকার গোলাপ হাতে
তবুও দাঁড়িয়ে রই তোমার প্রতীক্ষায়।
কী আর শিখবো আর
কী আর অভিজ্ঞতা আমার
যদি তোমায় পেয়েও হারাই।





