পরিবারের লোকজন ঘরের কাজে ব্যস্ত, কালকিনিতে পানিতে পড়ে শিশুর মৃত্যু

মোঃ আমানুল্লাহ ফকির, মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় পুকুর পাড়ে খেলতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে ফিজানা (২) নামে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে পৌর এলাকার উত্তর জোনাদরদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফিজানা একই গ্রামের খায়রুল মোল্লার মেয়ে।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশু ফিজানার পরিবারের লোকজন ছিল ঘরের কাজ নিয়ে ব্যস্ত। এ সময় শিশু ফিজানা সবার চোখ ফাঁকি দিয়ে ঘরের পাশে পুকুর পাড় খেলতে গিয়ে পা পিছলে পানিতে ডুবে যায়।

পরে অনেক খোঁজাখুঁজি শেষে পুকুরের পানি থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ ব্যাপারে কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা আলবিধান মোহাম্মদ সানাউল্লাহ বলেন, শিশু ফিজানাকে হাসপাতাল আনা হয়েছিল, সে পানিতে ডুবে মারা গেছে।

You might like