ঘনিয়া সাঈদিয়া দরবার শরীফে ৩০ জন কোরআন হাফেজকে পাগড়ী প্রদান

জহিরুল ইসলাম জয় : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঘনিয়া সাঈদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এর ৩৩ তম বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৫ মার্চ সোমবার রাতে ঘনিয়া সাঈদিয়া দরবার শরীফের প্রায় ৩০ জন কোরআনে হাফেজের মাথায় পাগড়ী পড়িয়ে দেন পীর সাহেব কেবলা আল্লামা আলহাজ্ব হাফেজ মাও. মো. জুনায়েদুল হক নকশেবন্ধি মোজাদ্দেদী ।

এ সময় উপস্থিত ছিলেন, আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হযরত মাও. মুফতি আলাউদ্দিন জিহাদী, দরবার শরীফের পীরজাদা মো. নাজমুল হক আখন্দ নকশেবন্ধী মোজাদ্দেদী ও দরবার শরীফের মেঝ পীরজাদা ও খতিব উদিয়মান তরুন বক্তা হযরত মাও. মোহাম্মদ বজলুল হক, ঘনিয়া সাঈদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. এম টি এম ফেরদাউস, মানুরী ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাও. মফিজুল ইসলাম ও হাফেজ মো. আলমগীর হোসেন প্রমুখ।

You might like