দোহারে মাদকসেবী গ্রেপ্তার, ১ বছরের সাজা

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি : ঢাকা দোহারে পুলিশের অভিযানে এক মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

১৯ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা পুলিশ ফাড়ির এসআই জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ ফোর্স নিয়ে উপজেলার দক্ষিণ শিমুলিয়া গ্রামের আলাউদ্দিন মিয়ার বাসার পেছনের চক হতে হেরোইন সেবনরত অবস্থায় আটক করা হয়েছে।

আটককৃত মাদকসেবী উপজেলার মেঘুলা মালিকানা গ্রামের মোঃ আলমগীরের ছেলে মোঃ রমজান আলী (২১)।

আটক মাদকসেবীকে দুপুরে দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বির আদালতে তুলা হলে ম্যাজিস্ট্রেট রমজান আলীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৯(১)-এর খ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন।

এ সময় ফজলে রাব্বি সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মাদককে জিরো টলারেন্স এ নামিয়ে আনতে হবে সে লক্ষ্যে আমরা দোহার উপজেলায় কঠোর অবস্থানে আছি। মাদকের বিষয়ে কাউ কে কোন ছাড় দেওয়া হবে না। মাদক ক্রয়, বিক্রয়, সেবন পরিবহন আইনত দন্ডনীয় অপরাধ।

এ বিষয়ে সাইনপুকুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম প্রিয় সময় প্রতিবেদককে বলেন, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে আটক করা হয়েছে। মোবাইল কোটের সাজা প্রদানের জন্য আসামিকে আজ-ই থানা হাজতে প্রেরণ করা হবে।