সখীপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে বাঁশ কাটার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট, মেহেদী হাসান রাসেল :

টাঙ্গাইলের সখীপুর আড়াই পাড়া বাজারের দক্ষিণ পাশে নুরুল ইসলাম (৬৫)-এর বাঁশের ঝাড় প্রতিপক্ষ ভাতিজা মনির ও সুজনের বিরুদ্ধে কেটে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে (২৬ আগস্ট) বৃহস্পতিবার সকালে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ৫০ বছর আগে নুরুল ইসলাম এর নিজ হাতে রোপন করা বাঁশের ঝাড় প্রতিপক্ষ ভাতিজা রহিম বাদশার ছেলে মনির(৩০) ও হয়রত আলীর ছেলে সুজন(৩২) প্রায় ৫০টি বাঁশ কেটে মাটিতে ফেলে দেয়।

এসময় নুরুল ইসলাম বাঁশ কাটায় বাঁধা দিলে ভাতীজারা দল বল নিয়ে জবাই করতে আসে।

নুরুল ইসলাম ভয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। বাঁশ কাটার নেতৃত্ব দেন রহিম বাদশা। নুরুল ইসলাম এবং রহিম বাদশা সম্পর্কে চাচাতো ভাই। পৈত্রিক জমিদখলের সূত্র ধরে বাঁশ কাটার ঘটনাটি ঘটেছে।

নুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম জানান,আমি বাড়ীতে না থাকায় ওরা আমাদের বাঁশ কাটতে সাহস পেয়েছে।আমার বাবা একজন বৃদ্ধ মানুষ আমার বাবাকে কেন তারা মারতে গেলো, আমি এর বিচার চাই।

কালিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ডের আঃ হাশেম মেম্বার বলেন বাঁশ কাটার বিষয়টি আমি শুনেছি, ওদের পারিবারিক বিষয় নিয়ে বাঁশ কাটার ঘটনাটি ঘটেছে। সময় করে বসে আমি সমাধান দিয়ে দিবো।