মনপুরায় পুকুরের পানিতে ডুবে ২বছরের শিশুর মৃত্যু

রাকিবুল হাসান, মনপুরা প্রতিনিধি :
ভোলার মনপুরায় পুকুরে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার হাজীর হাট ইউনিয়নের চর যতিন গ্রামের ৩ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।নিহত শিশু মোঃ তামিম (২) ওই গ্রামের মোঃ হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, নিহত শিশুর মা শিশুকে ঘরে রেখে পাশের বিলে গরুর জন্য ঘাস আনতে যায়। পরে বাড়িতে ফিরে শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা।

খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। স্থানীরা উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

You might like