মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১০ জেলের কারাদন্ড

কবির হোসেন মিজি : চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে আটক ১০ জেলেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন চৌধুরী। এসময় ২টি ইঞ্জিন চালিত নৌকা ও ১লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

জানা যায়, রাতব্যাপী মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম অভিযানে মেঘনা নদী থেকে ভোরে ২টি ইঞ্জিন চালিত নৌকা ও ১লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। মাছ ধরার অপরাধে ১০ জনকে আটক করা হয় এবং প্রত্যেককে ০১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং জব্দকৃত নৌকা দুটি কোস্টগার্ড ও মৎস্য অফিসারের জিম্মায় দেওয়া হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এবং চাঁদপুর কোস্ট গার্ড।

চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন চৌধুরী জানায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : যৌন রোগের কারণ ও প্রতিকার

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ