পঞ্চগড়ের বোদায় ৩টি বেসরকারী ক্লিনিক বন্ধ ঘোষণা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের বোদায় সারা দেশের ন্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে অনিবন্ধিত এবং নবায়নবিহীন অবৈধ বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে পঞ্চগড় সিভিল সার্জনের নির্দেশে এক অভিযান পরিচালনা করা হয়েছে।

২ জুন (বৃহস্পতিবার) দুপুরে বোদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রেজাউল করিম রাজু নেতৃত্বে বোদা পৌর এলাকার সকল বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। এসময় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসান ও বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরীসহ বোদা থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন। এসময় আয়েশা ক্লিনিক, সুরমা ক্লিনিক ও জননী ক্লিনিক এ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বন্ধ ঘোষণা করা হয়।

অভিযান পরিচালনা শেষে এক প্রেস ব্রিফিং এ ডাঃ রেজাউল করিম রাজু জানান, যে সব প্রতিষ্ঠানকে বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে এবং নিবন্ধন নবায়ন সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন না কর হলে তাদের বিরুদ্ধে আইনুগ ব্যবস্থা এবং অভিযান চলমান থাকবে।