স্বরূপকাঠি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা

মোঃ মাসুদুল আলম, স্বরূপকাঠী উপজেলা প্রতিনিধি :
স্বরূপকাঠি উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সর্বশেষ চতুর্থ পর্যায়ের একশ‘ ভুমিহীন ও গৃহহীন পরিবারকে নতুন ঘরের কাগজপত্র হস্তান্তর করেন উপজেলা প্রশাসন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, সহকারী কমিশনার (ভুমি) তাপষ পাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ শহিদুল আহসান, সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন প্রমুখ।

আলোচনা সভার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিভিন্ন জেলা ও উপজেলাকে ভুমিহনি ও গৃহহীন ঘোষণার ভার্চুয়ালী দেয়া বক্তব্য শ্রবন করেন।

প্রসঙ্গত অশ্রয়ন প্রকল্প -২ এর কর্মসুচির আওতায় এর পূর্বে এ উপজেলায় ৪৯৭ গৃহহীন পরিবারকে সেমিপাকা ঘর প্রদান করা হয়েছে।