ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোহাম্মদ মিলন আকতার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার। দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি নিয়েছে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগ । ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক ছিলেন। তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। কেন্দ্রীয়ভাবে নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ করা হলেও পরবর্তী সময়ে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটাতে এর নাম ‘আওয়ামী লীগ’ করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা ওড়ানোর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

দেশের গৌরবময় সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট মোঃ আবু হাসনাত বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো:দবিরুল ইসলাম এমপি, সভাপতি পার্বত্য চটগ্রাম বিষয়ক স্হায়ী কমিটি ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: মাহমুদুর রহমান বাবলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাজাহারুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. জুলফিকার আলী, উপজেলা আওয়ামী লাীগের সাংগঠনিক সম্পাদক মো. মমিরুল ইসলাম সুমন, উপজেলা পরিষদের চোয়ারম্যান ও আওয়ামী যুব লীগের সাধারন সম্পাদক মো:আলী আসলাম জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো:মাজেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো:মমিনুল ইসলাম ভাসানী, উপজেলা তাঁতি লাীগের সভাপতি মো. সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. এরশাদুল হক এলাহীসহ বিভিন্ন ইউনিয়নের চোয়ারম্যানবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।