পঞ্চগড়ের দু’টি আসনে বিপুল ভোটে আওয়ামী লীগের জয়

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের দু’টি আসনে আওয়ামী লীগের প্রার্থী রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন ও নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা বিপুল ভোটে জয়লাভ করেছে।

পঞ্চগড়-১ আসনে বেসরকারীভাবে ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা নৌকা প্রতীকে ১ লাখ ২৪ হাজার ৭৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাট ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ২১০ ভোট। এখানে ভোটের হার ৪৪ দশমিক ০৮ শতাংশ।

পঞ্চগড়-২ আসনে রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন এক লাখ ৮১ হাজার ৭২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন লাঙ্গল প্রতীকে ৭ হাজার ৬২৭ ভোট পেয়েছেন। এখানে ভোটের হার ৫৩ দশমিক ১৫ শতাংশ। রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।