
আমাকে এমন কিছু শব্দ দাও,
আমি বৃষ্টির পরিবেশ রচিবো
যেখানে বৃষ্টিজুড়ে থাকবে শীতলতা
প্রকৃতিতে নিঝুম রাত হবে
আকাশের চাঁদ প্রশান্তি বিলাবে
জোনাকির আলোয় ভরে যাবে
পাখির ডাকাডাকিতে মুখরিত হবে
নদীর কলকলধ্বনিতে ঈশ্বরকে খুঁজে পাবো।
আমাকে এমন কিছু শব্দ দাও,
তা’ দিয়ে আমি সুখ বিলাবো,
শান্তি বিলাবো সবার মাঝে
একটু আনন্দ বিলাবো সবার মাঝে।

আমাকে এমন কিছু শব্দ দাও
আমি কারো দু:খ ঘুচাবো,
তোমার নামের সঙ্গীত রচিব,
ইস! আমরা কি সত্যিই খুব ব্যস্ত
আমরা এখন কোন কাজে?
আমাকে এমন কিছু শব্দ দাও,
আমি তোমার প্রেম বিলাবো
আমি ক্লান্ত জনে তৃষ্ণা মেটাবো
যেথায় বিশ্রাম জলের ধার হবে!
আমাকে এমন কিছু শব্দ দাও,
আমি একটি নদী রচিব
যেখানে কুলকুল ধ্বনিতে মুখরিত
পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকলে।
আমাকে এমন কিছু শব্দ দাও,
আমি সবুজ ঘাসের মাঠ তৈরি করবো,
যেথায় উন্মুক্ত সমীরণ বহে অনুক্ষণ।
সবুজ ঘাসে গা জুড়াবো ক্লান্তিজনের
পাশের বৃক্ষরাজির ছায়াতলে বিশ্রামে
ভালোবাসা ছড়িয়ে দেবে ভক্তজনে!
উন্মুক্ত দক্ষিণা সমীরণে ঘ্রাণ ছড়াবে
পাখিরা গাইবে প্রভুর গান।
শনিবার, ১২ অক্টোবর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?





