
কারো বিপদে হাসতে নেই
তাতে হৃদয়ে জ্বালা বেড়ে যায়;
এটা নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ বটে!
একদিন গৃহে শীঘ্রই বিপদ আসে
কেউ যদি তখন হাসে আর হাসে
হৃদয়ে তখন কেমন ঘটে!
সবার জন্যে স্রষ্টা আছেন
দিবানিশি রক্ষে করেন, জীবনের বাঁকে বাঁকে;
অন্যের বিপদে যে পাশে দাঁড়ায়, তাঁর বিপদে স্রষ্টা,
সহানুভূতিতে এগিয়ে যাও দুর্বলের পাশে,
সুযোগ যদি থাকে!

পারি যদি একটু সুন্দর কথা,
জীবন পূর্ণ শান্তির সুবাতাসে!
আমার জীবন পরের জন্যে
ঈশ্বর যখন রহিবে পাশে।
এ জগতের সকলের দূর হোক
পরিবারে দুঃখকষ্ট জ্বালা যন্ত্রণা!
পাপ অর্জন অশুদ্ধ উপার্জন, অশুদ্ধ কথায়;
প্রভু! তুমি রক্ষা কর-করি এ প্রার্থনা।
শনিবার, ১২ অক্টোবর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?





