আমার হৃদয়খানি ভালোবাসার রাজপ্রসাদ!

ক্ষুদীরাম দাস :

হে প্রভু!
আমার হৃদয়খানি ভালোবাসার রাজপ্রসাদ!
আমি প্রার্থনায় কেঁদে বুক ভাসাই
যদি তোমারে নাহি পাই!
আমার রাজপ্রাসাদের রাজা তুমি
তুমিই আমার আপন;
আর কোথাও পাই না প্রশান্তি
তোমাতে খুঁজে পাই পরিত্রাণ।

আমার প্রয়োজনে থাকে না কেউ পাশে;
স্বার্থের জ্বালে বন্দী জীবন,
কার কী যায় আসে!

আসলনকল না চিনিয়া
চলিয়াছি ভুল পথে;
যখন আমি নি:স্ব হই
কে রবে মোর সাথে।

হে প্রভু!
আমার হৃদয়খানি ভালোবাসার রাজপ্রসাদ!
এ হৃদয়খানি উজাড় করে কাহারেও ডাকবো না রাজপ্রাসাদে;
ডাকি তোমারে প্রতি প্রভাত!

বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like