২ ছাগল চোরকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো ভয়ানক তথ্য

মোঃ শাহ্ জালাল মাসিম, লালপুর (নাটোর)উপজেলা প্রতিনিধি

নাটোর জেলার লালপুর উপজেলায় দুই জন ছাগল চোর ধরা পড়েছে । ছাগল চোর দুইজন একই উপজেলার রামকৃষ্ণ পুর চিনি বটতলা এলাকার স্থায়ী বাসিন্দা।

তারা ছাগলটি চুরি করে বিলমাড়িয়া নিয়ে যাওয়ার পথে মুমিনপুর এলাকায় এলাকাবাসীর হাতে নাতে ধরা পড়ে।

তারা জানায় বিলমাড়িয়াতে এক হিরোইন ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তারা হিরোইন সেবন করে লালপুর এলাকায় ছাগল চুরি করা পরিকল্পনা করে, এরপর তারা(৮ মে ২০২৫ খ্রিঃ) বৃহস্পতিবার এ অনৈতিক ঘটনা ঘটায়। ছাগল চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে কেননা কয়েক সপ্তাহ জুড়ে লালপুরের বিভিন্ন গ্রামে চুরির প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে লালপুর থানা পুলিশ প্রশাসন জানিয়েছে।

বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like