চাঁদপুর বক্ষব্যাধি হাসপাতালে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

সাইদ হোসেন অপু চৌধুরী :
জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি ও মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুর বক্ষব্যাধি হাসপাতালে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (ক্লিনিং ক্যাম্পেইন) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর)’ সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর বক্ষব্যাধি হাসপাতালে মেডিকেল অফিসার সিগমা রশিদ।

ক্লিনিং ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবক হিসেবে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর জেলা ইউনিটের ২০ জন সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।

ক্যাম্পেইনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ব্র্যাকের চাঁদপুর জেলা ব্যবস্থাপক গোলাম মোস্তফা, চাঁদপুর সদর ব্রাকের প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন, সদর উপজেলার ক্লাইমেট চেঞ্জ এন্ড হেলথ্ প্রোগ্রাম অফিসার মোঃ বেলাল হোসেন, হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) আখতার হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) শাখাওয়াত হোসেন যুব রেড ক্রিসেন্টের যুব প্রতিনিধি ওমর বিন ইউসুফ চৌধুরী।

ব্র্যাক-এর কর্মরতারা জানান,“সাধারণ মানুষ এখনও অনেক ক্ষেত্রে এসব রোগের প্রতি অসচেতন। আমরা চাই প্রতিটি পরিবার যেন সচেতন হয় এবং প্রাথমিক লক্ষণ দেখলে যেন দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেয়।”

স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, “ব্র্যাকের এই প্রচেষ্টা আমাদের অনেক কাজে লাগবে। আগে আমরা অনেক কিছু জানতাম না, এখন বুঝতে পারছি কীভাবে সাবধান হতে হবে।”

উল্লেখ্য, সম্প্রতি ডেঙ্গু ও চিকনগুনিয়া আক্রান্তের হার বেড়ে যাওয়ায় এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
প্রিয় সময়

 

You might like

About the Author: priyoshomoy