

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে সংবিধানে স্বীকৃতি, জুলাই ঘোষণাপত্র সংশোধন ও জুলাই সনদ স্থায়ী করার দাবিতে চাঁদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেয় চাঁদপুর জুলাই শহিদ পরিবার ও আহত গেজেটেড জুলাই যোদ্ধাবৃন্দ। এতে বিভিন্ন বয়সী অর্ধশতাধিক শিক্ষার্থী ও নারী পুরুষ।

মানববন্ধন পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুলাই যোদ্ধা ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রফেসর হারুনুর রশিদ গাজী।
এ সময় তিনি বলেন, ২৪ জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। অথচ দীর্ঘ এক বছরেও এর যথাযথ সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়নি। শহীদের রক্তে অর্জিত গণতন্ত্রকে সুসংহত করতে হলে এই ঐতিহাসিক দিনকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এ সময় তিনি জুলাই ঘোষণাপত্র সংশোধন ও জুলাই সনদ স্থায়ীভাবে প্রতিষ্ঠার জোর দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, জুলাই যোদ্ধা বোরহান খান, রাকিব ভূঁইয়া, রাজু গাজী, এ আর আলাউদ্দিন, মাহফুজ, মিতু, নাজমুল হোসেন, কবির, কাউছার আহমেদ ভূঁইয়া, শাকিল হোসেন গাজী, ফরহাদ, জহির, আলমগীর ও মহসিন।
পরে জুলাই যোদ্ধা ও তাদের পরিবাররা জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।









