তাড়াশে ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি কৃষকদের দুর্ভোগ চরম পর্যায়ে

মো. আলামিন হোসেন,তাড়াশ সিরাজগঞ্জ

তাড়াশে ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি কৃষকদের দুর্ভোগ চরম পর্যায়ে।

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি হচ্ছে, যা কৃষকদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে। সম্প্রতি প্রাপ্ত তথ্য অনুযায়ী, উপজেলার বিভিন্ন ডিলার ও খুচরা বিক্রেতারা সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে অতিরিক্ত দামে সার বিক্রি করছেন। এতে কৃষকদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে এবং তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

উপজেলার কৃষকরা অভিযোগ করেছেন, কৃষি উপকরণ কিনতে গিয়ে তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। বিশেষ করে চলতি মৌসুমে যখন সারের চাহিদা বেশি, তখন এই অনিয়মের কারণে তাদের দুর্ভোগ আরও বাড়ছে। অনেকেই অভিযোগ করেছেন যে, ডিলাররা সিন্ডিকেট করে সারের কৃত্রিম সংকট তৈরি করছে এবং এই সুযোগে বেশি দামে সার বিক্রি করছে।

স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এ বছর উপজেলায় সারের বরাদ্দ কম। এই সুযোগকে কাজে লাগিয়ে কতিপয় অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লুটে নিচ্ছে। তবে কৃষি কর্মকর্তারা বলছেন, তারা বিষয়টি খতিয়ে দেখছেন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কৃষকদের দাবি, সরকার দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিক এবং ন্যায্য মূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করুক। অন্যথায়, এর বিরূপ প্রভাব কৃষি উৎপাদন এবং কৃষকদের জীবন-জীবিকার উপর পড়বে। তারা আরো অভিযোক করেন তাড়াশ উপজেলা পৌরসভা সারের ডিলার রাজত ঘোষ এর মত কেউ যেন আর এরকম অপরাধ না করে। এক থানার সার অন্য থানায় বিক্রি না করতে পারে এইজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শেয়ার করুন
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

You might like

About the Author: priyoshomoy