

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:
পিআর পদ্ধতিতে নির্বাচন, গণহত্যার বিচার, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন এবং আওয়ামী লীগ-জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধের দাবিতে গতকাল বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মনোহরদী বাসস্ট্যান্ডে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী উপজেলা শাখার সভাপতি ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, ধরাবান্দা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ প্রধান।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি মুহাম্মদ আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মনির বিএসসি ও থানার সহযোগী সংগঠনের শীর্ষ দায়িত্বশীলগণ।
প্রধান অতিথি তার জোরালো বক্তৃতায় বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে, এ ছাড়া জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। একটি মহল পিআর পদ্ধতির নির্বাচন চায় না, কারণ এতে মনোনয়ন বাণিজ্য, চাঁদাবাজি ও রাজনৈতিক সন্ত্রাসের সব পথ বন্ধ হয়ে যাবে। জনগণের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই অভ্যুত্থানের চেতনা এখনো বাস্তবায়িত হয়নি। দেশে আজও শান্তি প্রতিষ্ঠিত হয়নি। তাই ইসলামের পক্ষে রাজপথে নামতে হবে। পীর সাহেব চরমোনাই-এর হাতকে শক্তিশালী করেই দেশকে মুক্ত করতে হবে।
তিনি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন—জনগণের ন্যায্য দাবি অগ্রাহ্য করলে তাওহীদি জনতা রাজপথে দাঁতভাঙা জবাব দিতে বাধ্য হবে।
মিছিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের তাওহীদি জনতা ব্যাপকভাবে অংশগ্রহণ করে সরকারের দমননীতি ও অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে।
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
