২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মতলব উত্তরের জয়

সাইদ হোসেন অপু চৌধুরী :

চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে জয় পেয়েছে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা।

শনিবার (২৭ সেপ্টেম্বর ) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় মুখোমুখি হয় শক্তিশালী চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা। খেলার ২০ মিনিটের মাথায় মতলব উত্তর প্রথম গোলের দেখা পায়। ১-০ গোলেই প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে উভয় দল গোলশূন্য থাকায় নির্ধারিত সময়ে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা ১-০ গোলের জয় নিয়ে ফাইনালে জায়গা করে নেয়।

উক্ত খেলা শুরুর পূর্বে মাঠে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন জামিউল হিকমা, মতলব উত্তর উপজেলা এসিল্যান্ড মোহাম্মদ রহমতুল্লাহ, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব) মো: আল-এমরান খান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ) মো: নাজমুস শাহাদাত ফাহিম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত) মো: আনিসুর রহমানসহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ম্যাচ শেষে মতলব উত্তর উপজেলার খেলোয়াড় সানি-কে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। তিনি আমন্ত্রিত অতিথির হাত থেকে ম্যান অব দ্য ম্যাচের ক্রেস্ট গ্রহণ করেন।

খেলাটি উপভোগ করতে মাঠে ছিল উপচে পড়া দর্শকের ভিড়।

শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

You might like