

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ৭০ শতাংশ পুড়ে যাওয়া দেহ নিয়ে টানা ২৪ দিন ধরে মৃত্যুর সাথে লড়ছেন গৃহবধূ ইশরাত জাহান (২৫)। তিনি ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা মাদকাসক্ত রুবেলের স্ত্রী।
অসহায় ও এতিম এই নারীর অভিযোগ, প্রেম করে বিয়ে করার পর থেকেই স্বামী রুবেল প্রায়ই মাদকাসক্ত অবস্থায় নির্যাতন করত। সম্প্রতি এক ঝগড়ার সময় রুবেল তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে দাবি করেছেন ইশরাত জাহান। এতে তার শরীরের প্রায় ৭০ শতাংশ অংশ পুড়ে যায়।

মাত্র দুই বছর বয়সে বাবা-মাকে হারানো ইশরাত বড় হয়েছেন অন্যের আশ্রয়ে। এখন দগ্ধ শরীর নিয়ে হাসপাতালের শয্যায় কাতরাচ্ছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে ২৪ দিন পার হলেও ইশরাতের দেখভালে এগিয়ে আসেননি স্বামী কিংবা তার পরিবারের কেউ। এমনকি প্রশাসনের পক্ষ থেকেও তেমন কোনো সহায়তা মেলেনি বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, এতিম ও অসহায় এই নারীকে বাঁচানোর দায়িত্ব রাষ্ট্র ও প্রশাসনের নেওয়া উচিত। তারা বলেন, “যার কেউ নেই, তার দায়িত্ব সমাজ ও প্রশাসনের। ইশরাতকে সুস্থ করে তোলার দায়ভার রাষ্ট্রকেই নিতে হবে।”
সহযোগিতা পাঠাতে আগ্রহীরা সরাসরি ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে গিয়ে বা পরিচিতজন ও হাসপাতাল স্টাফদের মাধ্যমে সাহায্য পৌঁছে দিতে পারেন।
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫











