

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ ও ওজন পরিমাপ সহ চিকিৎসা সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে উপজেলার কাশিপুর ইউনিয়নের তেলিটারী মোড় এলাকায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে বিনামূল্যে আড়াইশতাধিক রোগীর ওজন পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপসহ চিকিৎসা সেবা প্রদান করেন এবি পার্টি কুড়িগ্রাম জেলার আহ্বায়ক ও এবি পার্টি মনোনীত কুড়িগ্রাম-২ আসনের এমপি প্রার্থী ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন।
এসময় উপস্থিত ছিলেন, এবি পার্টি কুড়িগ্রাম জেলার সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, সদর উপজেলা আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন, উপজেলা যুগ্ম আহবায়ক মোঃ আব্দুস সালাম, কাশিপুর ইউনিয়ন আহ্বায়ক মেহেরুল ইসলাম, সদস্য সচিব আলতাফ হোসেন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম, সদস্য লিটন সরকার, মশিউর রহমান, শাহজাহান আলী প্রমুখ।
এর আগে আলোচনা সভায় ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পর্কে বক্তব্য দেন, এবি পার্টি কুড়িগ্রাম জেলার আহ্বায়ক ও এবি পার্টি মনোনীত কুড়িগ্রাম-২ আসনের এমপি প্রার্থী ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন, সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল ও কাশিপুর ইউনিয়ন আহ্বায়ক মেহেরুল ইসলাম।
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫











