স্বরূপকাঠিতে দুই মাথাওয়ালা শিশুর জন্ম

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি

স্বরূপকাঠিতে দুই মাথাওয়ালা এক শিশুর জন্ম হয়েছে। চৈতি মন্ডল (২০) নামে এক গৃহ বধুর দুই মাথাওয়ালা এ শিশু হয়। শিশুটির জন্মের ৫ ঘন্টা পর মৃত্যু হয়।

চৈতি পটুয়াখালী বাউফল উপজেলার লিমনের স্ত্রী এবং তার বাবার বাড়ি উপজেলার রোংগাকাঠি গ্রামে। মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে অটটার দিকে জাহান আরা হাসপাতালে সিজারিয়ান অপারেশন মাধ্যমে ওই শিশুর জন্ম হয়।

জাহান আরা হাসপাতালের চিকিৎসক ডা. নরেশ চন্দ্র্র বড়াল বলেন মা সুস্থ আছেন এবং শিশুটি জন্মের আনুমানিক ৫ ঘন্টার পর রাত দেড়টার দিকে মৃত্যু হয়।

জানা গেছে, গৃহবধু চৈতির শারীরিক অবস্থা বেশি খারাপ হলে স্বজনরা জরুরী ভিত্তিতে ওইদিন সন্ধ্যার পর জাহান আরা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে ওই গৃহবধুর সিজারিয়ান অপারেশন মাধ্যমে দুই মাথাওয়ালা শিশুর জন্ম হয়। এদিকে দুই মাথাওয়ালা শিশুর জন্মের খবর ছড়িয়ে পড়ার পরপর উৎসুক জনতা হাসাপাতালে ভীড় জমায়।

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy