

আনিসুল হক সুমন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ
শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ২০০ পিস ভারতীয় কম্বল জব্দসহ ১ জনকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। শনিবার (০১ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ওসি মাহমুদুল হাসান। আটককৃত কম্বলের মুল্য তিনলক্ষ পনের হাজার টাকা।

পুলিশ সুত্রে জানা গেছে, সোমেশ্বরী নদী দিয়ে বিপুল সংখ্যক ভারতীয় কম্বল ট্রলারে বোঝাই করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে সোমেশ্বরী নদীর চৈতাটি ঘাট এলাকা থেকে কম্বল বোঝাই একটি ইঞ্জিন চালিত ট্রলার আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন কম্বল চোরাকারবারি কৌশলে পালিয়ে যায় এবং পরবির্ততে সোহেল মিয়া (৪৮) নামে একজন চোরাকারবারি কে আটক করে পুলিশ। পরবর্তিতে তার স্বীকারোক্তি মোতাবেক অন্যাদের পরিচয় নিশ্চিত করা হয়। আটককৃত সোহেল চৈতাটি গ্রামের মৃত ইসমত আলীর ছেলে।
দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা ২০০ পিস ভারতীয় কম্বলসহ ১ জনকে আটক করা হয়। পরে ধারা- 25 B (1)(b)/25 D, The Special Powers অপঃ, ১৯৭৪ মতে মামলা রুজু করিয়া করা হয়েছ।
শনিবার, ০১ নভেম্বর ২০২৫











