চরভদ্রাসনে পদ্মা নদীতে পড়ে খাদিজা নামে দেড় বছর বয়সী এক শিশু নিখোঁজ

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের হাজিডাঙ্গী গ্রামে পদ্মা নদীতে পড়ে খাদিজা নামে দেড় বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ খাদিজা হাজিডাঙ্গী গ্রামের শাকিল শিকদারের মেয়ে। শিশুটিকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি চরভদ্রাসন ফায়ার সার্ভিসের একটি দল ও ফরিদপুর জেলা ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

খাদিজার দাদা কালবেলা জানান, “আমি বাজার থেকে ফিরে খাদিজাকে দেখতে পাচ্ছিলাম না। খোঁজাখুঁজির পর জানতে পারি, সে পদ্মার পাড়ে নৌকায় খেলছিল। পরে সবাই মিলে ক্ষেপরা জাল ফেলে উদ্ধারের চেষ্টা করি।”

চরভদ্রাসন ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার গোলাম মর্তুজা বলেন, “গতকাল বিকেল চারটার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালাই।সন্ধান না মেলায় আজ সকাল থেকে ফরিদপুর জেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ আবার অভিযান শুরু করেছি।”

চরভদ্রাসন সদর ইউনিয়নের চেয়ারম্যান আজাদ খান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, তবে এখনো শিশুটির কোনো সন্ধান মেলেনি।”

রোববার, ০২ নভেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy