

ফরিদপুর জেলা প্রতিনিধি-
চরভদ্রাসনের খালাসি ডাংগী গ্রামে রাতে প্রকাশ্য পাখি শিকারি নামে শট গান দিয়ে মহড়া পুলিশ নির্বাক। খালাসি ডাঙ্গী গ্রামের বাসিন্দা সাবেক চর ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মৃধার ছেলে রায়হান মৃধার বাড়ির উঠান সংলগ্ন দুই ব্যক্তি শট গান নিয়ে প্রকাশ্য মহড়া দিচ্ছে এতে রায়হান মৃধা সহ এলাকাবাসী আতঙ্কিত রয়েছে।
আরও জানা গেছে, রায়হান মৃধা বাড়ির সংলগ্নে আগেও কয়েকবার অপরিচিত বেশ কয়েকজন দেশী অস্ত্র নিয়ে মহড়া দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে রায়হান মৃধা চরভদ্রাসন থানা একটি অভিযোগ দায়ের করেছে।

রায়হানের ভাস্যমতে চরভদ্রাসন উপজেলার লোহার টেক গ্রামের চুননু খার ছেলে জুয়েল খান ওসৈয়দ আনোয়ার হোসেনের ছেলে তৈয়বুর রহমান রাত সাড়ে ১১ টার দিকে শট গান নিয়ে ঘুরতে বেরিয়েছিল।
৩১শে সেপ্টেম্বর রাত পৌনেচার ঘটিকা চরভদ্রাসনের হাজিডাঙ্গী গ্রামের আব্দুল লতিফ মন্ডল এর ছেলে খায়ের মন্ডলের একই গ্রামের ফজল মন্ডলের ছেলে ওবায়দুল মন্ডল দুটি ষাঁড় গরু চুরি হয়।ব্যপক হারে এলাকায় চুরি সংগঠিত হচ্ছে।
অপরদিকে টিলার চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুবার চুরি করে। প্রথম দফায়৭টি ফ্যান একটি মটর পাম্প চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়। দ্বিতীয় দফায়৩টি ফ্যান চুরি হয়। এবারও সাধারণ ডায়েরি করা হয় একবারও পুলিশ স্কুলটিতে পরিদর্শন করেনি।
আব্দুল শিকদার ডাংগি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুবার ছুরির ঘটনা ঘটেছে। আব্দুল শিকদার ডাঙ্গী স্কুল হতে পাঁচটি ফ্যান মটর পাম্প সৌর বিদ্যুতের দুটি ব্যাটারি চুরি হয়।থানায় সাধারন ডায়েরি করেছে প্রধান শিক্ষক শাহিন আনোয়ার।চরভদ্রাসন থানার অফিসারগণ পরিদর্শন করেছেন।
দক্ষিণ নবাবগঞ্জ( খালাসি ডাংগী) সরকারী প্রাথমিক বিদ্যালয় দু দফা চুরি ঘটনা সংঘটিত হয়েছে।প্রথম দফায়৭টিফ্যান সৌর বিদ্যুতের ব্যাটারি সাত হাজারের অধিক টাকার মূল্য বৈদ্যুতিক তার চুরি ঘটনা ঘটে। মটরপাম্প সৌর বিদ্যুতের ব্যাটারি চুরির ঘটনায় থানায়৩টি ডায়েরি করা হয়েছে । দ্বিতীয় দফায় স্কুলের শিক্ষকদের বেশিরভাগ টাকা এবং ছাত্র-ছাত্রীদের যথ সামান্য অর্থ উত্তোলন করে তিনটি ফ্যান ক্রয় করেন প্রধান শিক্ষিকা সুফিয়া খাতুন । এই তিনটি ফ্যান ফ্যান রক্ষা করতে পারেনি স্কুল কর্তৃপক্ষ নৌশ্য প্রহরী না থাকায় । তাও চুরি ঘটনা ঘটে।
পদ্মা সরকার প্রাথমিক বিদ্যালয় বৈদ্যুতিক তার আটটি ফ্যান সাউন্ড বক্স চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। উত্তর আলম নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৈদ্যুতিক তার চুরি ঘটনায় থানায় ডায়েরি করেছে। পূর্ব চরভদ্রাসন সরকারী প্রাথমিক বিদ্যালয়(মাথাভাঙ্গা) চুরি করে সাউথ স্পিকার, মটর পাম্প, সোলার প্যানেল ৭০০০ হাজার টাকার অধিক মূল্য বৈদ্যুতিক তার চুরি ঘটনায় থানায় সাধারণ ভুক্ত করা হয়েছে।
ইউসুফ শিকদার ডাংগি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৈদ্যুতিক তার ওরাউটার চুরির ঘটনা ঘটেছে এ ব্যাপারে প্রধান শিক্ষিকা নার্গিস আক্তার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে।
চরভদ্রাসন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে ব্যাপক হারে চুরি সংগঠিত হওয়ার ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা আজিজ হোসেন প্রতিবেদক কে বলেন এসব বিদ্যালয় গুলোতে নৈশ্য প্রহরীনা থাকায় এমন ঘটনা।
এছাড়াও চরভদ্রাসন থানায় অনেক অভিযোগ দীর্ঘদিন আমলে নিচ্ছে না চরভদ্রাসন থানার বিভিন্ন অফিসারগণ । এ বিষয়ে অফিসার ইনচার্জ রজিউললাকে অবহিত করলেও কোন সুফল দেখা যায়নি। অনেক অভিযোগের মূল বিষয় শুনানী না করে উল্টো শুনানী করে ক্ষতিগ্রস্তের শিকার হচ্ছে ভুক্তভোগী।
এলাকাবাসী সুশীল সমাজ স্কুল গুলোতে ব্যাপক হারে চুরির ঘটনায় এলাকাবাসীর জনসচেতনতায় অভাব ওপুলিশ প্রশাসনের ঢিলেঢালা নজরদারিতে এমন ঘটনা ঘটছে বলে অভিমত ব্যক্ত করেছেন এ ব্যাপারে পুলিশ কে আরো সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করছে।
প্রকাশ্য শট গানের মহড়া সম্পর্কে চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম কে বললে তিনি বলেন বিষয়টি দেখতেছি।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আজমির হোসেনকে প্রকাশে রাতে পাখির নিধনের নামে শটগানের মহড়ার ব্যাপারে এলাকাবাসী আতঙ্কিত কিনা তিনি জানান বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো।
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫











