দোহারে কৃষকদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাকসুমুল মুকিম :

ঢাকা জেলার দোহার উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে মাহমুদপুর ইউনিয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় মাহমুদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জয়নাল খান এর বাড়ি প্রাঙ্গণে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন দোহার উপজেলা কৃষকদলের সভাপতি কাজী রুবেল। প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলার কৃতি সন্তান ব্যারিস্টার মোঃ জাকির খান।

ব্যারিস্টার জাকির খান তাঁর বক্তব্যে বলেন,“৫ আগস্ট আমাদের গণতন্ত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশকে স্বাধীনতা-পরবর্তী সময়ে পুনর্গঠনের যে দিকনির্দেশনা দিয়েছেন, তা আজও আমাদের অনুপ্রেরণা। শহীদ জিয়া ও তারেক রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির প্রতীক। ছাত্র আন্দোলন আজ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সামনের সারিতে রয়েছে। বিএনপি ও কৃষক দলের কর্মীরা জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছে।”

সভায় সভাপতি কাজী রুবেল বলেন,“আমাদের কৃষক দলের নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইবে। দোহার-নবাবগঞ্জের অভিভাবক খন্দকার আবু আশফাক ভাইকে বিজয়ী করতে সবাইকে মাঠে নামতে হবে। আমি স্পষ্ট করে বলতে চাই, কৃষকদলে কোনো চাঁদাবাজ, দখলবাজ বা অন্যায়কারীর জায়গা হবে না। দল হবে শৃঙ্খলাপূর্ণ ও আদর্শিক।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা কৃষকদলের সহ-সভাপতি জসিম মাদবর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল মাঝি, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক ফারুক তালুকদার, প্রচার সম্পাদক জুলহাস উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলী, বিএনপি নেতা ইয়াকুব দেওয়ান, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন দোহার উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রফিক কবিরাজ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দোহার উপজেলা কৃষকদলের সহ-সভাপতি আব্দুল লতিফ খান, আয়ূব আলী দেওয়ান ও যুগ্ম সম্পাদক হামিদ মাদবর।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের কৃষকদল ও বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে দোহার উপজেলা কৃষক দলের পক্ষ থেকে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy