হাজীগঞ্জে অপ্পো শোরুমের শুভ উদ্বোধন

জহিরুল ইসলাম জয় :

চাঁদপুরের হাজীগঞ্জে অপ্পো শোরুমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। ৩ নভেম্বর সোমবার বাদ আসার হাজীগঞ্জ পশ্চিম বাজার চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উত্তর পাস জিওর আখড়া মার্কেটে অপ্পো শোরুমের ও রিহান টেলিকম এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন কেক কাটার মধ্য দিয়ে ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অপ্পো কুমিল্লা এরিয়া সেলস ম্যানেজার ফখরুল ইসলাম বাবু, সেলস এক্সিকিউটিভ রুপম সাহা, অপ্পো চাঁদপুর জেলার ডিলার আলি নেওয়ার রোমান, ট্রেনিং ম্যানেজার মোহাম্মদ নাঈম হোসেন, অপ্পো শোরুমের প্রোপাইটার সৈকত হোসেন, সেলস ম্যানাজার ইশতিয়াক হুসেন ইমন।

এছাড়া উন্নয়নের মাঝে উপস্থিত ছিলেন, প্রদানিয়া ডেন্টাল কেয়ারের মোহাম্মদ শরিফুল ইসলাম, ইউসুফ ডেন্টাল কেয়ারের ডেন্টিস্ট এ কে এম ইউসুফ, আইটি পার্কের স্বত্বাধিকারী মোহাম্মদ আরফিন হোসেন, প্রিন্টার সলিউশনের স্বত্বাধিকারী মো: খোরশেদ আলম, অপ্পো দ্বিতীয় শাখার স্বত্বাধিকারী মো: আব্দুল ফজল সহ বাজারের অন্যান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

মিলাদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, রামচন্দ্রপুর মসজিদের খতিব মোহাম্মদ রফিকুল ইসলাম, তাহফিজুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মো: হাসান আহমেদ মিয়াজী। তাবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like