পঞ্চগড়ে জাতীয় ভোটার দিবসে র‍্যালি

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:

“ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।

২ ফেব্রুয়ারী (সোমবার) সকাল ১০ টায় ভোটার দিবস উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি বণার্ঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

http://picasion.com/র‍্যালিতে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে বেলুন উড়িয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করা হয়।