হাজীগঞ্জে ট্রলি চাপায় প্রাণ গেল শিশুর

 

চাঁদপুরের হাজীগঞ্জে ট্রলি চাপায় শ্রাবন্তী দাস (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার বলাখাল-নাটেহরা সড়কের রামচন্দ্রপুর এলাকার একতা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু নাটেহরা মিজি বাড়ির প্রমত চন্দ্র দাসের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে ট্রলি চাপায় রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী শ্রাবন্তী দাসের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাধন বলেন, ট্রলিটি জব্দ করা হয়েছে।

You might like