ভোলায় ১ হাজার হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ

ভোলা প্রতিনিধি :
ভোলায় কেরোনা ভাইরাসের কারনে অসহায় কর্মহীন শ্রমজীবী ও হতদরিদ্র ১ হাজার মানুষদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে ভোলা জেলা ব্রিক ফিল্ড মালিক সমিতি।

রবিবার দুপুরে শহরে বাংলা স্কুল মাঠে ত্রান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সাফিন মাহামুদ। এসময় সামাজিক দূরত্ব মেনে একযোগে ত্রাণ বিতরণ করা হয়।

প্রতি পরিবারকে চাল, ডাল, তেল সহ নানা খাদ্যসামগ্রী দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা ব্রিক ফিল্ড মালিক সমিতি সভাপতি ও তজুমদ্দিন উপজেলার চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন দুলাল, ভোলা জেলা ব্রিক ফিল্ড মালিক সমিতি সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, সহ- সভাপতি মামুনুর রশীদ বাবুল চৌধুরী, কোষাধ্যক্ষ খোকন গোলদার, নির্বাহী সদস্য আবুল কালাম খান, আইয়ুব আলী (আবু মিয়া), জাহিদুর রহমান, ভোলা থানা (ওসি) এনায়েত হোসেন প্রমুখ।

ত্রাণ বিতরণকালে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান। এদিকে ক্ষুধা নিবারণে খাদ্য সহায়তা পেয়ে খুশী হতদরিদ্ররা।