পঞ্চগড়ে লকডাউন অমান্যে লাখ টাকা জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ে লকডাউন অমান্য করায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৩ টি ট্রাকে বালি ও ১ টি ট্রাকে পাথর পরিবহনের দায়ে মোট ৪ জন ট্রাক চালককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার (২১এপ্রিল) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় সদর সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম। লকডাউন অমান্য করে ট্রাকে বালি ও পাথর পরিবহনের দায়ে ট্রাক চালক, মান্নাফ আলী, জিয়া, মহীবুল ও সিরাজুলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় সদর সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম প্রিয় সময়কে জানান, সরকারি নির্দেশনা অমান্য করে পাথর ও বালি পরিবহনের দায়ে ৪ জন ট্রাক চালককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় তিনি বলেন ,ট্রাকে পরিবহন করা বালি-পাথর পঞ্চগড় সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলামের কাছে জিম্মায় দেয়া হয়েছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে নিলামের মাধ্যমে বালি-পাথর বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দেয়া হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক নারীর দেহে করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর (১৮ এপ্রিল) শনিবার সকাল ১০ টা থেকে পঞ্চগড় জেলায় অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসন।