মহেশপুরে পবিত্র রমজান মাসকে সামনে রেখে মানছে না অঘোষিত লকডাউন

ফজলে রাব্বি টিটো, মহেশপুর উপজেলা প্রতিনিধি:

করোনা ভাইরাস দিন দিন যেমন ভাবে বেড়ে চলছে তেমনি ভাবে মানুষের মৃত্যুর হারও বেড়ে চলেছে। তার পরেও বসে নেই সাধারণ মানুষের কাজকর্ম। অঘোষিত লকডাউনকে তোয়াক্কা না করেই বাজারে সাধারণ মানুষের উপচেপড়া ভিড়।

জানা গেছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পৌর এলাকায় আজ সকাল থেকে দৈনিক কাঁচা বাজারে সাধারণ মানুষের যাতায়াত চরম ভাবে বৃদ্ধি পেয়েছে।

পবিত্র রমজান মাস কে সামনে রেখে পণ্য ক্রয় করতে সাধারণ জনগণ খাদ্য পণ্য ক্রয় করতে আসছে বাজারে। সরকারের নির্দেশনা মোতাবেক বলা হয়েছে একজন মানুষ অপরজন হতে ৬ ফিট দূরুত্ত্বে অবস্থান করে চলাচল করবে। কিন্তু কেউ মানছে না এ নিয়ম কানুন।

বাজারে কয়েক জন মানুষ এই প্রতিবেদককে জানান, আমরা সব জানি করোনা ভাইরাস রোগ টি একজন মানুষ হতে অন্য জনের শরীরে একটু ছোঁয়া বা হাঁচি কাশির মাধ্যমে সহজেই প্রবেশ করতে পারে। তারপরেও কিছু করার নেই।

আজ চাঁদ দেখা গেলে আগামীকাল পহেলা রমজান। ঘরে খাবার নেই, বাজারে এসে চাউল ডাল কাঁচা সবজি না কিনলে কি খাবো।

আবার এলাকার সচেতন সমাজের কিছু মানুষ জানান সরকারী নির্দেশ মোতাবেক এখনি ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সংক্রমিত হতে পারে এলাকার মানুষ। তাই প্রশাসনের আশূদৃষ্টি কামনা করেছেন এলাকার সুধী সমাজের মানুষ।