ফরিদগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়ালের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আওয়াল (৯৫) শুক্রবার (৩ মে) ফরিদগঞ্জ পৌরসভার সাফুয়া গ্রামে নিজ বাড়িতে বার্দ্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লা…রাজিউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৭ ছেলে ও ৪ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার সকালে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার মাঠে রাষ্ট্রিয় মর্যাদা শেষে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে নিজ বাড়িতে ২য় জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

তার মৃত্যুতে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, সাবেক এমপি (বিএনপি) লায়ন মো. হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন।

প্রকাশিত :    শনিবার,  ০৪  মে ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন