ভ‌োলায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

তাপস কুমার মজুমদার,  ‌ভোলা প্র‌তি‌নি‌ধি :

করোনা উপসর্গ নিয়ে ভোলা সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে আজ শনিবার সকালে ইউনুছ হাওলাদার নামে ৭০ বছরের এক বৃদ্ধ মারা গেছেন। তার বাড়ি ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর গ্রামে। গত দুই দিন আগে তিন‌ি জ্বর  নিয়ে ভোলা সদরহাসপাতাল ভর্তি হয়েছিলো।

ভোলা সদর হাসপাতালের আরএমও ডা. তৈয়বুর রহমান জানান, শুক্রবার রাত থেকে তার শ্বাষকষ্ট শুরু হয় এবং শনিবার সকালে মারা যায়। করোনা নিয়ে তার মৃত্যু হয়েছে তা বলা যাবে না। ত‌বে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

এ ন‌ি‌য়ে গত কয় দিনে ভোলা সদর হাসপাতালের করোনা উপসর্গ নিয়ে চার জন মারা গেছে। এছাড়া ভোলার বোরহানউদ্দিন ও মনপুরার দুই জন করোনা রোগী সনাক্ত হয়েছে।

ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এসব তথ্য নি‌শ্চিত ক‌রে অা‌রো জানান, জেলায় করোন সন্দেহে নতুন ৩ জনসহ ২৪ দিনে ২ শত ৫৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। যারমধ্যে শনিবার আরো ৩টি রিপোর্টসহ ২ শত ২৬টি রিপোর্ট নেগেটিভ এসছে।

বাকি রিপোর্ট অপেক্ষমান। জেলায় সর্বমোট ১ হাজার ১ শত ৯৭ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ৫ শত ৮ জন।