চাঁদপুরে কৃষকদের নিয়ে অনলাইনভিত্তিক মানববন্ধন

 

নিউজ ডেস্ক :
করোনা পরিস্থিতিতে চলতি বোরো মৌসুমে কৃষকের কাছ থেকে সরাসারি ধান কিনতে সরকারের কাছে দাবি জানিয়ে অনলাইনভিত্তিক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে বাসদ (মার্কবাদী) চাঁদপুর জেলা শাখা ব্যতিক্রমধর্মী এমন কর্মসূচি পালন করে।

এই উপলক্ষে সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক ও সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ফ্রন্টের কেন্দ্রীয় নেতা কমরেড আলমগীর হোসেন দুলাল মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে সরকারের প্রতি বেশকিছু দাবি জানান।

এসময় তিনি বলেন, ঘরে ঘরে মানুষের খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করতে হবে। সরকারকে যথাসময়ের মধ্যে এমন উদ্যোগ না নিলে করোনার মধ্যে গ্রামেগঞ্জের অসহায় মানুষের চরম দুর্ভোগ নেমে আসবে।

একই সঙ্গে কমরেড আলমগীর হোসেন বলেন, চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে সরকারকে ধান ক্রয়ের জন্য দাবি জানান। এই জন্য নির্ধারিত মূল্য একহাজার ৪০ টাকা দরে প্রতি মন ধান ক্রয় করতেও দাবি জানান তিনি।

চাঁদপুর শহর ও জেলার বিভিন্নস্থান থেকে সংগঠনের নেতাকর্মীরা অনলাইন মাধ্যমে পৃথক পৃথক অবস্থান করে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।