মতলব উত্তরে করোনা নিয়ে আরো একজনের পলায়ন : বাড়ি লকডাউন

নিউজ ডেস্ক :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের রায়পুর ইসলামাবাদ গ্রামে ঢাকা থেকে এক করোনা রোগী পালিয়ে এসেছেন। বৃহস্পতিবার দুপুরে ওই বাড়ি লকডাউন দেয় পুলিশ।

জানা গেছে, নিত্যলাল সরকার (৭০) নামে ওই বৃদ্ধ প্রায় ১০ দিন আগে হার্টের চিকিৎসা নিতে ঢাকার হৃদরোগ ইনষ্টিটিউট হাসপাতালে যান। ওখানে থেকে তার সিমটম দেখে চিকিৎসকরা করোনা টেস্ট করান।

গত ২৭ মে তার রিপোর্ট আসে পজিটিভ। সেখান থেকে তাকে মহাখালীর একটি হাসপাতালে আইসোলেশনে যাওয়ার নির্দেশ দেন চিকিৎসরা।

কিন্তু তিনি আইসোলেশনে না গিয়ে বৃহস্পতিবার রাত আনুমানিক ৩ টার সময় নিজ গ্রামে চলে আসেন এবং তার করোনা পজিটিভ গোপন করেন।

পরে তিনি হৃদরোগ ইনষ্টিটিউট হাসপাতালে যার মাধ্যমে গিয়েছেন তিনি খোঁজ নিয়ে জানতে পারেন নিত্যলাল আইসোলেশনে যাননি। বাড়িতে খোঁজ নিয়ে দেখেন তিনি বাড়িতে চলে এসেছেন।

বিষয়টি এলাকায় জানা জানি হলে এলাকা চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই নাহিদ হোসেন ও এএসআই কাওছার হামিদ এসে ওই বাড়ি লাল ফিতা টানিয়ে লকডাউন দেন।

মতলব উত্তর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা বলেন, করোনা রোগীর বাড়ি আপতত লকডাউন দেওয়া হয়েছে। ওই পরিবারের সকলের নমুনা সংগ্রহ করে আবারও পরীক্ষা করা হবে। পরবর্তীতে অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে।