শেরপুরে নতুন করে ১০জন করোনা শনাক্ত, মোট ৯৪ জন

মো. জাকারিয়া খান জাহিদ, শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলায় চিকিৎসক, সাংবাদিকসহ নতুন করে আরো ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এ পর্যন্ত জেলায় মোট ৯৪ জন আক্রান্ত হলেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন করে আক্রান্তদের মধ্যে শেরপুর সদরে ৬, ঝিনাইগাতীতে ৩ ও শ্রীবরদী উপজেলায় ১ জন রয়েছেন।

ঝিনাইগাতী উপজেলার একজন চিকিৎসক ও একজন সাংবাদিক এবং শেরপুর সদরে ৭ বছরের এক শিশু রয়েছেন। মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদনে ওই দশজনের করোনা ‘পজিটিভ’ বলে নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামাজিক সংস্পর্শের কারণেই তারা করোনায় সংক্রমিত হয়েছেন। আক্রান্তদের সবাই বাড়িতে আইসোলেশনে থাকবেন। তাঁদের সংস্পর্শে আসা অন্যদের নমুনা সংগ্রহ করা হবে।

জেলায় মোট আক্রান্ত ৯৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৫১ জন আর মারা গেছেন ১ জন। করোনার বিস্তার প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান তিনি।