চান্দিনায় মাস্ক না পরায় জরিমানা

টি. আর. দিদার :

কুমিল্লার চান্দিনায় করোনা ভাইরাস প্রাদুর্ভাবে রোধে সামাজিক দূরত্ব ও মাস্ক পড়া নিশ্চিত করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (৭ জুন) দিন ব্যাপী চান্দিনা বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় ওই অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ¯েœহাশীষ দাশ।

এসময় বাজারে আসা ক্রেতা-বিক্রেতরা মুখে মাস্ক না পড়ায়, সামাজিক দূরত্ব বজায় না রাখায় এবং দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ২১ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ¯েœহাশীষ দাশ জানান- লক ডাউন শিথিল হওয়ার সাথে সাথে বাজারে আসা অধিকাংশ ক্রেতা-বিক্রেতরা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কথা ভুলে গিয়ে স্বাভাবিক ভাবে চলাফেরা করছে।

রবিবার অভিযানে ২১ হাজার টাকা জরিমানা আদায় করার পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং মুখে মাস্ক পড়ার জনসচেতনতা সৃষ্টি করতে কাজ করছে ভ্রাম্যমান আদালত। আমাদের অভিযান অব্যাহত থাকবে।