চাঁদপুরে ২২ পুলিশ সদস্যের করোনা

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর জেলা পুলিশের ২২ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার (১০ জুন) পর্যন্ত জেলার বিভিন্ন থানায় দায়িত্ব পালন করতে গিয়ে তারা করোনা আক্রান্ত হন।

এর মধ্যে রয়েছেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ৯ জন এসআই (সহকারী পরিদর্শক), একজন এএসআই (সহকারী উপ-পরিদর্শক) ও কনস্টেবল।

পুলিশ জানায়, আক্রান্তদের মধ্যে সদর থানার আট জন, হাইমচর থানার চার জন, কচুয়া থানার দুই জন, শাহরাস্তি থানার দুই জন, সদরের একজন ট্রাফিক পুলিশ, পুলিশ লাইনসের চার জন, জেলা পুলিশ হতে নৌপুলিশে প্রেষণে কর্মরত একজন রয়েছেন। তাদের মধ্যে এই পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন পুলিশ সদস্য।

চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, ‘প্রথম থেকেই ব্যারাকগুলো ভাগ করা হয়েছে। জেলার পুলিশ সদস্যদের তিন ভাগে ভাগ করে আলাদা করে ফেলেছিলাম। এছাড়া আমরা হোটেল ভাড়া করেছিলাম। আগে যেখানে তিনজন থাকতো সেখানে এখন একজন থাকছেন। এই কারণে কিছুটা রক্ষা পেয়েছি। এরপরও যখন পুলিশ সদস্যরা ডিউটি করতে বাইরে যান, রোগী সংস্পর্শে যান, জানাজায় যান তখন ঝুঁকি বেড়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আক্রান্তদের মধ্যে ১২ জন সুস্থ হয়েছেন। নতুন আরও কয়েকজন যোগ হওয়ার অপেক্ষায় আছেন। আমরা চেষ্টা করেছি তাদের আলাদা রেখে সঠিক চিকিৎসা দেওয়ার জন্য।’